19 C
আবহাওয়া
১২:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আরও তিনদিন তাপপ্রবাহ থাকতে পারে

আরও তিনদিন তাপপ্রবাহ থাকতে পারে

আরও তিনদিন তাপপ্রবাহ থাকতে পারে

বিএনএ, ঢাকা: দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও তিনদিন থাকতে পারে। রোববার (২৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এমন তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ জানান, কয়েকদিন ধরে রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলাগুলো ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় তাপপ্রবাহ কাটলেও কয়েকটি জেলায় বিরাজমান রয়েছে।

বজলুর রশিদ আরও জানান, আরও দুই/তিন এমন অবস্থা থাকতে পারে। তবে তাপপ্রবাহের মাত্রা, বিস্তার হওয়ার তেমন কোনো সম্ভবনা নেই। এছাড়া আগামী তিনদিনে বৃষ্টির প্রবণতা বাড়বে। এক্ষেত্রে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হবে।

আগের দিনের মতো রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে এটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ