19 C
আবহাওয়া
২:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নাম সর্বস্ব দলের সাথে বিএনপি’র বৈঠক প্রমাণ করে দলটি সংকটে: তথ্যমন্ত্রী

নাম সর্বস্ব দলের সাথে বিএনপি’র বৈঠক প্রমাণ করে দলটি সংকটে: তথ্যমন্ত্রী

নাম সর্বস্ব দলের সাথে বিএনপি বৈঠক প্রমাণ করে দলটি সংকটে: তথ্যমন্ত্রী

 

বিএনএ ডেস্ক: নাম সর্বস্ব দলের সাথে বৈঠকের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, দলটি নিজেই সংকটে আছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৩ জুলাই) দুপুরে এফডিসিতে অভিনেত্রী শর্মিলী আহমেদ এবং সঙ্গীত পরিচালক আলম খানের স্মরণসভায় অংশ নেবার আগে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে কিছু দলের নাম শুনতে পাওয়া যাচ্ছে। এসব রাজনৈতিক দলকে খুঁজতে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে।

তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে সংকট চলছে, তার প্রভাব বাংলাদেশেও পড়বে এটা খুবই স্বাভাবিক। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থায় আছে বলে দাবি করেন হাছান মাহমুদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ