বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ১৬৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬৪ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে।
শুক্রবার (২৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষায় আরও ছয় হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে ৯৫ জন পুরুষ ও ৭১ জন নারী।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা ও চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আট জন ও রাজশাহী বিভাগে সাত জন মারা গেছেন।
আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১২৩ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন ও বাসায় মারা গেছেন চার জন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন নয় হাজার ছয় জন। মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন।
বিএনএনিউজ/এইচ.এম।