21 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনারোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিল টিম কোতোয়ালী

করোনারোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিল টিম কোতোয়ালী

অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিল টিম কোতোয়ালী

বিএনএ,চট্টগ্রাম: করোনাকালীন সময়ে ও ঈদ-উল আযহার ছুটি উপলক্ষে তারা কোথাও কোন অক্সিজেন সিলিন্ডার না পেয়ে তাৎক্ষনিক সহায়তার জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নিকট ফোন করেন পাথরঘাটা নিবাসী জনৈক আসিফ ইকবাল (৩৬)।বৃহস্পতিবার(২২জুলাই) মধ্যরাতে ফোনে তিনি জানান, তাদের পরিবারে তিনি, তার মা মোছাঃ খাদিজা বেগম (৫০) ও তার পিতা মোঃ সুলতান মিয়া (৬০) তিনজনেই করোনা রোগে আক্রান্ত এবং তারা মা শ্বাসকষ্টে ভুগছেন। তাদের জরুরী ভিত্তিতে একটি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।

করোনারোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিল টিম কোতোয়ালী

 

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম (সেবা) কর্তৃক পূর্ব থেকে চালু করা অক্সিজেন ব্যাংক হইতে একটি অক্সিজেন সিলিন্ডার ও যাবতীয় সরঞ্জামাদি অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম এর নির্দেশে লিমা-২১ নৈশ ডিউটিরত অফিসার এএসআই/মোঃ বেলাল উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স জনৈক আসিফ ইকবাল (৩৬) এর পাথরঘাটা নজু মিয়া লেইনস্থ ১নং গলির বাসায় পৌছে দেন।

 

টিম কোতোয়ালীর সদস্য এএসআই/মোঃ বেলাল উদ্দিন রাত ১২.২২ ঘটিকার সময় উক্ত বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রবেশ করে এবং আসিফ ইকবাল (৩৬) এর মাকে অক্সিজেন পেতে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দেন।

 

 

কোতোয়ালী থানায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম বিএনএকে জানান,করোনাকালীন সময়ে যারা কোতোয়ালী থানায় অক্সিজন সিলিন্ডার এর জন্য সহযোগিতা চাইবে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ