বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সার্বজনিন চলাচলের রাস্তা সংস্কার করায় সাংবাদিক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতি এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সদস্যরা। প্রতিপক্ষ এবং ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা করে। আর এই ঘটনায় নেতৃত্ব দেন স্থানীয় এক যুবলীগ নেতা।
রোববার (২২ জুন) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীর পাড়া শীল বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত সরস্বতী শীল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সরস্বতী শীল ঢাকায় কর্মরত দৈনিক ভোরের আকাশ পত্রিকা সিনিয়র রিপোর্টার শিপংকর শীলের মা। অভিযুক্তরা হলেন, পংকজ শীল (৩৪), নকুল চন্দ্র শীল (৫০), প্রকাশ শীল (৩৮), সুভাষ শীল (৫৩) খোকন শীল (৫৫)। তারা সকলেই রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীর পাড়া শীল বাড়ির বাসিন্দা।
জানা যায়, অভিযুক্ত পংকজ শীল রায়পুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নকুল শীল রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খোকন শীল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য।
ঘটনার বিষয়ে আহত সরস্বতী শীল জানান, বাড়ির সবার প্রয়োজনে এজমালি সম্পত্তির উপর অবস্থিত রাস্তাটি সংস্কার করা হয়। তবে অভিযুক্তরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে সংস্কারকৃত রাস্তাটির সব নির্মাণ সামগ্রী তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। এসময় তাদের বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে এবং আমার অন্তঃস্বত্বা পুত্রবধূর পরিধেয় কাপড় চোপড় টেনে শ্লীলতাহানী করে।
তিনি আরও অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাাসীরা এই কর্মকান্ড করে। পুলিশ আমাদের নিরাপত্তা দেই নাই।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া আনোয়ারা থানার এসআই মোমেন কান্তি দে বলেন, রাস্তাটি নিয়ে দুই পক্ষের ঝামেলা চলছিলো। আদালতের নিষেধাজ্ঞা আনে একপক্ষ। পরবর্তীতে একপক্ষ রাস্তা তৈরি করলে অপর পক্ষ ভেঙে দেয়।
বিএনএনিউজ/ নাবিদ, ওজি