24 C
আবহাওয়া
১:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি


বিএনএ, যশোর: ভারতে পাচারের শিকার হওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২৩ জুন) ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের। পরে আইনি সহায়তার জন্য তাদের গ্রহণ করে বেনাপোল পোর্টথানা পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫), নাজমুল সিকদার (৩৮), রাজু ভূঁইয়া (২৪), সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আফসানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) ও মাহিম (৪)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম। তিনি বলেন, ‘সংসারের অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র ২ বছর আগে তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সেখানে ফেলে রেখে চলে আসে।’

তিনি আরও বলেন, ‘এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেবে পুলিশ।’

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন