15 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে নিখোঁজ কাজলের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে নিখোঁজ কাজলের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের মরদেহ পাওয়া গেছে। রোববার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কর্ণফুলী নদীর হামিদচর এলাকায় কাজলের মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা মরদেহটি উদ্ধার করে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী কাজী রাসেল বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নদীর হামিদচর এলাকা ভেসে উঠে কাজলের মরদেহ। মরদেহ উদ্ধার করে পূর্ব কালুরঘাট ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

আজ রাত ১০ টায় কাজলের নামাজে জানাজা বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী শেখ পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ