22 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে নেশার সিরাপ খেয়ে দুই কিশোরের মৃত্যু

হাটহাজারীতে নেশার সিরাপ খেয়ে দুই কিশোরের মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মধ্যরাতে নেশার সিরাপে ‘বিষক্রিয়ায়’ আপন দুই খালাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই কিশোরের নাম রাসেল (১৭) ও শাকিল (১৬)।

শনিবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, নিহত মো. রাসেল পৌরসভার দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের পুত্র । এ ছাড়া মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের পুত্র। মারা যাওয়া রাসেল ও শাকিল দুই কিশোর সম্পর্কে খালাতো ভাই। তারা দুইজনই নেশাগ্রস্থ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ জুন) রাত সাড়ে ১২টার দিকে রাসেল ও শাকিল দুই কিশোরকে আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিউটের অদূরে রাস্তা সংলগ্ন ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  স্থানীয়রা দুই কিশোর কে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ