25 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আর্জেন্টিনার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ড্র করল ব্রাজিল

আর্জেন্টিনার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ড্র করল ব্রাজিল

ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার দীর্ঘ তিন যুগের স্বপ্ন পূরণ হয়েছে। সেই সাথে পূর্ণতা পেয়েছে কিংবদন্তী লিওনেল মেসির ক্যারিয়ার। এরপর থেকেই মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা। প্রীতি ম্যাচে সম্প্রতি এশিয়া সফরে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। অপরদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে হারের মধ্য দিয়েই যাচ্ছে ব্রাজিল। সম্প্রতি সেনেগালের বিপক্ষে ৪ গোলের পরাজয় বরণ করেছে তারা। তবে সিনিয়রদের চেয়ে ভালো খেলেই কনমেবল আয়োজিত টুর্নামেন্ট পার করছে জুনিয়ররা। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ড্র করেছে সেলেসাওরা।

লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আয়োজন করেছে অনূর্ধ্ব-১৭ ফুটসাল ফুটবলের। এ টুর্নামেন্টের ম্যাচে বৃহস্পতিবার রাত তিনটায় ব্রি গ্রুপের শীর্ষে থেকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আগের ম্যাচেই উরুগুয়ের জালে ৭ গোল দিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

গতকালের ম্যাচ নিয়ে ছিল দারুণ উত্তেজনা। দুই দেশের জুনিয়র ফুটবলারদের টুর্নামেন্ট হলেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ। আর এ আসরে মেসি-নেইমারদের দেশ একই গ্রুপে হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে আরও বেশি। ব্রাজিলের বিপক্ষে এ ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাওয়ার সম্ভাবনা ছিল আলবিসেলেস্তেদের। তবে কাঙ্খিত জয় পায়নি তারা। প্রথমার্ধ্ব গোল শূন্য কাটলেও দ্বিতীয়ার্ধ্বে এসে পরিবর্তন হয় স্কোরলাইন।

উত্তেজনাপুর্ণ ম্যাচে কাল ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো দিয়াস। ১ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪৮ সেকেন্ড আগে আলবিসেলেস্তেদের হয়ে বেত্তনি গোল করলে ১-১ ড্রপ্যে শেষ হয় ম্যাচ। ফলে দুই দলই অপারজিত থাকায় সমান দশ পয়েন্ট নিয়ে সেমিতে পৌছালো।

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই সেমির টিকিট নিশ্চিত করেছে আরও আগেই। উরগুয়ের বিপক্ষে ব্রাজিল বিশাল ব্যবধানে জয়ের সাথে আর্জেন্টিনাও আগের ম্যাচে ৩-১ গোলে জিতে ইকুয়েডরের বিপক্ষে। তবে ব্রাজিলের বিপক্ষে জয় না পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাওয়া হলোনা আর্জেন্টিনার।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ