22 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) একটি হাইওয়েতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটি জানায়, ইউএইচ-১বি নামের হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা সমস্ত যাত্রীদের মধ্যে ছয়জন নিহত হয়। তবে, তাদের পরিচয় এখনও জানা যায় নি।

লোগান ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথোরিটির পরিচালনা প্রধান রে ব্রায়ান্টের বরাত দিয়ে ডব্লিউএসএজেড-টিভি জানিয়েছে, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লোগান কাউন্টির বিমানবন্দরভিত্তিক এই হেলিকপ্টারটি স্টেট রুট ১৭ হাইওয়েতে বিধ্বস্ত হয় এবং উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিতে আগুন ধরে যায়।

ওই টিভি চ্যানেলকে ব্রায়ান্ট আরও জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করবে এবং এই কারণে মহাসড়কটি ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ