বিএনএ ডেস্ক :আত্মহত্যা প্ররোচনা মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লায় নাহিদা নামের এক তরুণীকে (১৯) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা কারাদণ্ড, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত নাহিদা ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার নজরুল ইসলামের মেয়ে।
বুধবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে উজ্জ্বল নামের একজনকে বিয়ে করেন নাহিদা। বিয়ের কিছুদিন পর থেকে তিনিসহ তার পরিবারের সদস্যরা উজ্জ্বলকে প্রায়ই বিভিন্নভাবে হয়রানি এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এতে হতাশায় ভুগছিলেন উজ্জ্বল।২০১৫ সালের ১৪ জুলাই উজ্জ্বলকে নিয়ে তার বাসায় যান নাহিদা। এর একঘণ্টা পর ফোন করে পরিবারকে জানান উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ও বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন।
বিএনএ/ ওজি