22 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ৭ দিনের লকডাউন লালমনিরহাটে

৭ দিনের লকডাউন লালমনিরহাটে

প্রজ্ঞাপন জারি

বিএনএ, লালমনিরহাট: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৬ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে।বুধবার (২৩ জুন) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায়  এ ঘোষণা দেন।

তিনি বলেন, পৌর এলাকায় আশঙ্কাজনক হারে করোনা বেড়েছে। আক্রান্তের হার শুধু পৌর এলাকায়ই ৩৯ শতাংশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

প্রসঙ্গত: লালমনিরহাট পৌর এলাকাসহ পুরো জেলায় উদ্বেগজনকহারে বেড়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত মানুষ আসায় এ জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।

বিএনএ/ ওজি 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ