20 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ১৮ দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় ১৮ দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় ১৮ দোকানদারকে জরিমানা

বিএনএ, লোহাগাড়া(চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় ১৮ দোকানদারকে  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার ( ২৩ জুন)সকালে উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী এ অভিযান চালায়।

জানা যায়, উপজেলার বটতলী স্টেশনে হাজী বিরানী, ফার্মেসী, হোটেল, রেস্টুরেন্ট, মুদির দোকান, মাংস ও ষ্টেশনারী দোকানের ১৮ দোকানদারকে  মেয়াদবিহীন ও লাইসেন্সবিহীন ফার্মেসী পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও মুল্যতালিকা না রাখার দায়ে ১৮টি মামলায় ১ লক্ষ ১৬ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। এ সময়  উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, উপজেলার বটতলী মোটর স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি,মেয়াদ উর্ত্তীণ ঔষুধ ও পণ্যের মূল্য তালিকা না থাকার কারণে হোটেল- রেস্টুরেন্ট, ফার্মেসী ও মুদির দোকানসহ ১৮টি মামলায় মোট ১ লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিএনএ/রায়হান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর