18 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পেরুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প

পেরুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক :  পেরুর রাজধানী লিমা এবং মধ্য উপকূল অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে।  তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

পেরুর ভূকম্পন কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। তবে বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণ করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।

দেশটির ভূকম্পন কেন্দ্র জানায়, রাজধানী লিমার প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত ৯:৫৪ টায় (গ্রিনিচ মান সময় ০২৫৪ টা) এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মলার ৩৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্টের ৩২ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্পের কারণে রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় তারা ফাঁকা রাস্তায় নেমে আসে। পেরুর রাজধানী লিমায় প্রায় ৯৭ লাখ মানুষ বসবাস করে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

এদিকে পেরুর ভূকম্পন পর্যবেক্ষকরা জানান, এতে সুনামির কোন ঝুঁকি নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ