20 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পেরুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প

পেরুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্প

বিএনএ, বিশ্বডেস্ক :  পেরুর রাজধানী লিমা এবং মধ্য উপকূল অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে।  তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

পেরুর ভূকম্পন কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। তবে বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণ করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।

দেশটির ভূকম্পন কেন্দ্র জানায়, রাজধানী লিমার প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত ৯:৫৪ টায় (গ্রিনিচ মান সময় ০২৫৪ টা) এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মলার ৩৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্টের ৩২ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্পের কারণে রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ায় তারা ফাঁকা রাস্তায় নেমে আসে। পেরুর রাজধানী লিমায় প্রায় ৯৭ লাখ মানুষ বসবাস করে। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

এদিকে পেরুর ভূকম্পন পর্যবেক্ষকরা জানান, এতে সুনামির কোন ঝুঁকি নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর