18 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৫০ হাজার ছাড়াল

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৫০ হাজার ছাড়াল

করোনায় বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াচ্ছে সব দেশ

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৬ লাখের নিচে।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।

Loading


শিরোনাম বিএনএ