বিএনএ, ঢাকা: ঢাকার চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির ৯ সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। অভিযোগ ওঠেছে, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় মানবপাচারকারী এ চক্রটি।
সিআইডি অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, অভিযানে পাচারকারী চক্রের মূল হোতা অমির অফিস থেকে ৩৯৫টি পাসপোর্ট, সম্পত্তির দলিল, চারটি বিলাসবহুল গাড়ি, কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে মানবসম্পদ পাচার করত এই চক্রটি। কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে সেসব দেশে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। এছাড়াও আরও অনেক নিরীহ মানুষকে দুবাই, ইটালি, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। আর এই পুরো চক্রের মূল হোতা অমি।