বিএনএ, চট্টগ্রাম: কোন প্রকার অনুমোদন ছাড়াই ক্রিম বনে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ড্রিপস সুইটস এন্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এই জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার শিমু বিশ্বাস এবং সজীব চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, ড্রিপস সুইটস এন্ড বেকারি কোন প্রকার অনুমোদন ছাড়াই ক্রিম বনে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করেছে। এটা রীতিমত ভোক্তার সাথে প্রতারণা। তাই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেছি।
বিএনএনিউজ/বিএম