25 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে মাথায় গাছ পড়ে শ্রমিকের মৃত্যু

রাউজানে মাথায় গাছ পড়ে শ্রমিকের মৃত্যু

রাউজানে মাথায় গাছ পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে মাথায় গাছ পড়ে মো. শফি (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার হলদিয়ার ৫নং ওয়ার্ডের ছোলারো ঠিলা এলাকার মো. নুরুচ্ছাফার কাঠ বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, কাঠ ব্যবসায়ী মুহাম্মদ খোরশেদ নামের এক ব্যক্তির হয়ে নিহত শফিসহ আরো কয়েকজন শ্রমিক গাছ কাটছিল। গাছ কাটার এক পর্যায়ে গাছের অদূরে বসে থাকা কর্তনকৃত গাছের ঢাল এসে পড়ে শফির মাথার ওপর। সাথে সাথে তার মাথা ফেটে যায়। আহত অবস্থায় দ্রুত তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত শফি একই ইউপির ৮নং ওয়ার্ডের বরকইত্যা ঠিলার মো. মফিজের ছেলে। সেই চার মেয়ে ও এক সন্তানের জনক।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ