28 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে রাবির ৫ বাস

ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে রাবির ৫ বাস


বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ডাকা একটি প্রোগ্রামে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগকে ৫টি বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দলীয় কাজে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এক করে ৫টি বাস নিয়ে প্রোগ্রামে যান।

জানা গেছে, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কর্মসূচির আয়োজন করে। এতে যোগ দিতে রাবি ছাত্রলীগ বাসের জন্য ভিসির নিকট আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে ভিসির নির্দেশনায় পরিবহন প্রশাসক পাঁচটি বাস দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বাস দলীয় কাজে ব্যবহার হবে —এটা ভালো বিষয় নয়। দলীয় কাজে কখনই বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করতে দেয়া ঠিক নয়; সেটা যেকোনো দলই হোক না কেন।”

কিছু শিক্ষার্থী অভিযোগ করে আরও বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন কাজে বাস দেয়া হলেও শিক্ষার্থীদের কোনো আত্মীয় মারা গেলে বিশ্ববিদ্যালয় থেকে বাস দেয়া হয় না। তাহলে দলীয় কাজে কেন বাস দেওয়া হল?”

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, “এটি নিঃসন্দেহে একটি নিন্দনীয় কাজ। বিশ্ববিদ্যালয়ের সম্পদ কোন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অযোক্তিক এবং অন্যায়। এগুলো কোন রাজনৈতিক দলের সম্পদ নয়, এটি শিক্ষার্থীদের সম্পদ। শুধু তারাই এটির ব্যবহার করতে পারবেন। এগুলো রাষ্ট্রের এবং জনগনের টাকায় চলে তাই রাজনৈতিক কোন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করতে দেওয়া উচিৎ নয়।”

দলীয় কাজে বাস দেওয়ার বিষয় জানতে চাইলে পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক বলেন, “আমি জানি না তারা দলীয় কাজে ব্যবহার করবে কি না। ভিসি স্যারের নির্দেশনায় তাদের বাসগুলো দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল- ইসলাম বলেন, “পরিবহন দপ্তরটা আমার তত্ত্বাবধানে থাকে না। ছাত্রলীগকে যে বাস দেয়া হয়েছে —এটাই তো আমি জানিনা। এবিষয়ে পরিবহন দপ্তর বা যাঁরা অনুমতি দিয়েছে তারা ভালো বলতে পারবে।”

ছাত্রলীগকে বাস দেওয়ার বিষয়টি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

বিএনএ/সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ