বিএনএ,চট্টগ্রাম : নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা। ঘটনার দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও সোহাগকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার(২৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে তার মরদেহটি ফিশারিঘাটে ভেসে ওঠে।
নিহত সোহাগ কুমিল্লার লাকসাম থানার খুলতি গ্রামের মো. করিমের ছেলে।
শনিবার বিকাল ৫টায় যাত্রীবাহী একটি সাম্পান কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি পারটেক্স-১ এর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় সাম্পানটিতে থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়। সাম্পানটিতে তার বাবা মো. করিমও ছিলেন। তিনি সাঁতার কেটে তীরে উঠেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার যাত্রীবাহী একটি সাম্পান ডুবির ঘটনায় সোহাগ নামে এক তরুণ নিখোঁজ ছিল। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। কিন্তু ওই তরুণের হদিস পাওয়া যায়নি। সোমবার সকালে দুর্ঘটনাস্থলের কাছে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।