বিএনএ ডেস্ক: আজব ধরনের ফুল। সম্প্রতি এমনই একটি ফুলের ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। সেই ফুল ভাইরাল হয়েছে তার আজব গঠনের জন্য।কারণ এটি দেখতে পেনিসের মতো। এমন ধরনের ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না। সাধারণত এই ধরনের ফুল দেখতে পাওয়া যায় কম্বোডিয়া দেশে। ওয়েস্টার্ন কম্বোডিয়ার পার্বত্য অঞ্চলে এই ধরনের ফুল দেখতে পাওয়া যায়।
এই ফুলের ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তা দেখার জন্য অনেকেই সেখানে ভিড় করা শুরু করেছেন। সবথেকে বেশি ভিড় জমাচ্ছেন মহিলারা। এর ফলে কম্বোডিয়ান সরকারের তরফে অনুরোধ করা হয়েছে এই ধরনের ফুল না তোলার জন্য। , এই ধরনের ফুল বিষাক্ত, এর ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। কিন্তু, সরকারের কথা না মেনে, অনেকেই সেই পেনিস প্লান্ট তুলে ফেলছে।
বিএনএ/ওজি