24 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » সংসার নিয়ে সারিকার ভাবনা কী?

সংসার নিয়ে সারিকার ভাবনা কী?

সারিকা

বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী সারিকা। বর্তমানে একমাত্র সন্তান শাহরিশ আন্নাহকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই পৃথিবী সাজিয়েছেন তিনি। ২০১৬ সালে স্বামী মাহিম কবিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এই মুহূর্তে বিয়ে, সংসার নিয়ে তিনি কী ভাবছেন সেসব নিয়েই মুখ খুললেন।

সারিকা বলেন, আপাতত সংসার, বিয়ে এসব নিয়ে ভাবছি না। যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে। যখন হওয়ার তখন হবে। অভিনয়টা করে যেতে চাই এখন শুধু। আর কিছু মাথায় নিতে চাই না।

সারিকা আরও বলেন, বিয়ে, সংসার করার চিন্তা না করতাম তাহলে হয়তো চিত্রটা পাল্টে যেতে পারতো। তখন ছোট থাকায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে ভুল থেকেও অনেক কিছু শিখেছি।

প্রসঙ্গত, ২০০৬ সালে মডেলিং শুরু করেন সারিকা। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ