22 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রক্টরের পর চবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে ৫ শিক্ষক

প্রক্টরের পর চবিতে সহকারী প্রক্টরের দায়িত্বে ৫ শিক্ষক

চবি

বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গতকাল নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. অহিদুল আলমকে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টরেরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক লিটন মিত্র, ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সহকারী প্রক্টরেরা মূল বেতনের বাইরে ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তাদের মেয়াদ হিসেবে গণ্য হবে।

বিএনএ/ সুমন/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ