15 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় পুলিশ সদস্য নিহত

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় পুলিশ সদস্য নিহত


বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় দুর্বৃত্তের দায়ের কোপে রাহেজুল আমিন (৩৩) নামের এক পুলিশ সদস্য খুন হয়েছেন। এ ছাড়া তাঁর পরিবারের তিন সদস্যসহ আট ব্যক্তি আহত হয়েছেন।রোববার (২৩ এপ্রিল) দাউদকান্দি উপজেলার বাসরা গ্রামে এ ঘটনা ঘটে।

রাহেজুল আমিন নোয়াখালী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

রাহেজুলের খুন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঞা।

আহত ব্যক্তিরা হলেন রাহেজুলের মা রীনা আক্তার, রাহেজুলের বড় ভাই আশরাফ আহমেদ, ছোট বোন রোকেয়া আক্তার, গ্রামের বাসিন্দা মো. হাসান, সাইদুল ইসলাম, আবদুল বাতেন, সাইফুল ইসলাম এ আবুল হাশেম।

ওই ঘটনায় আহত রীনা, আশরাফ, রোকেয়াকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আহত হাসান, সাইদুল, বাতেন, সাইফুল ও আবুল হাশেমকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে রাহেজুলের পরিবারের সদস্যরা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা রাজমিস্ত্রি হাসান, হাসানের ছোট ভাই সাইদুল, বাতেন, সাইফুল, আবুল হাশেমকে পিটিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসান মিয়ার বাড়ির লোকজন হামলা চালান। এতে রাহেজুলসহ তাঁর পরিবারের তিন সদস্য আহত হন।

বিএনএনিউজ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ