17 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চকবাজারে আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ

চকবাজারে আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ

চকবাজারে আবদুর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ

বিএনএ, চট্টগ্রাম : আলহাজ্ব আবদুর রহমান ফাউন্ডেশনের উদ্যােগে শুক্রবার(২৩এপ্রিল) বিকেল চারটায় চকবাজার কাপাসগোলা মুকবুল সওদাগর লেইনস্থ চকবাজারের সর্বস্তরের জনসাধারণ কে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আলহাজ্ব আবদুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মুহাম্মদ সেলিম রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস রুমকি সেনগুপ্ত, চকবাজার থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক একে এম আনিসুজ্জামান, প্রচার সম্পাদক আবুল খায়ের বাচ্চু, কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সভাপতি মনজুরুল আনোয়ার মান্নান, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগের সদস্য মুজিব ইমরান বিপ্লব, ফাউন্ডেশন কো-চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল, কো-চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম আমিন, পরিচালক শাহাজান হামিদী,সজল মিয়া, মেহেদী হাসান, আরিফুল ইসলাম সুমন, আরিফুর রহমান মাসুদ, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেল, মোহাম্মদ রুবেল,সাহেদ আলী, ছাত্রলীগ নেতা নেওয়াজ শরীফ অমি, প্রবন দাস গুপ্ত পাপ্পু, মিজানুর রহমান ইরফান, সাদিকুর জাহান মিরাজ, ইসহাক খান তনময়, হাবিবুর রহমান রিয়াজ, সাহদুল আজম শান্ত প্রমুখ।

নেতৃবৃন্দ আলহাজ্ব আবদুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গত বছর করোনাকালীন সময়ে হত-দরিদ্র ও দুস্হ অসহায় মানুষ জন্য কাজ করতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আজ তার আদর্শ ধরে রাখার জন্য তার সন্তানরা আবদুর রহমান ফাউন্ডেশনের উদ্যােগে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। নেতৃবৃন্দ লকডাউন ও করোনা কালীন সময়ে অসহায় দু:স্থ মানুষের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ