বিএনএ, ঢাকা : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১২ রানে এগিয়ে আছে বাংলাদেশ। শুক্রবার (২৩ এপ্রিল) পাল্লেকেলে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে দলীয় ১১৪ রানে প্রথম ইউকেট হারায় লঙ্কানরা।
৩৮. ৬ ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবি ডব্লিউর ফাঁদে পড়েন স্বাগতিকদের ওপেনার লাহিরু থিরিমান্নে। তিনি ১২৫ বলে ৮টি চারে ব্যক্তিগত ৫৮ রানে সাজঘরে ফিরেন। ১ উইকেটে রান ১১৪।
দলীয় ১৫৭ রানে দ্বিতীয় ইউকেট হারায় স্বগতিকরা। ৫৩. ৩ ওভারে তাসকিন আহমদের বলে লিটন দাসের ক্যাচে পরিণত হন ওশাডা ফার্নান্ডো। আউট হওয়ার আগে ৪৩ বলে ৪টি চারে ২০ তুলেছেন তিনি। স্বাগতিকদের স্কোর ১৬৫/২।
৬২.৩ ওভারে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি ৩২ বলে ৪টি চারে ব্যক্তিগত ২৫ রান করেন। তার বিদায়ে দলের স্কোর ১৯০/৩।
তৃতীয় উইকেট হারিয়ে ধুকতে থাকা লঙ্কানরা ২২৯ রানে তৃতীয় দিন শেষ করেন। এদিন দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে ২১১ বলে ৮ চারে ৮৫ রানে এবং ধনঞ্জয়া ডি সিলভা ৩০ বলে ৪টি চারে ২৬ রানে অপরাজিত রয়েছে।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমদ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট পেয়েছেন। এর আগে প্রথম ইনিংসে নাজমুল হাসান শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরি এবং তামিম, মুশফিক ও লিটনের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
বিএনএনিউজ/আমিন