17 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বদলে যাচ্ছে চট্টগ্রামে ৫০ হাজার গ্রাহকের ল্যান্ড ফোন নম্বর

বদলে যাচ্ছে চট্টগ্রামে ৫০ হাজার গ্রাহকের ল্যান্ড ফোন নম্বর

বদলে যাচ্ছে চট্টগ্রামে ৫০ হাজার গ্রাহকের ল্যান্ড ফোন নম্বর

বিএনএ,চট্টগ্রাম: টেলিফোন লাইনে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য গ্রাহকদের টেলিফোন নম্বরে পরিবর্তন আনছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৫০ হাজার গ্রাহকের ল্যান্ড ফোন নম্বর পরিবর্তন করার কাজ শুরু করেছে বিটিসিএল। তবে প্রাথমিক পর্যয়ে বিটিসিএল এর নন্দনকানন ও বায়েজিদ এক্সচেঞ্জসহ চট্টগ্রাম ক্যন্টনমেন্টের নম্বরে পরিবর্তন আনা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য এক্সচেঞ্জের নাম্বারেও পরিবর্তন আনা হবে।

বিটিসিএল সূত্রে জানা যায়, বর্তমানে নন্দনকানন এক্সচেঞ্জের 61xxxx, 62xxxx, 63xxxx, 285xxxx I 286xxxx নম্বরসমূহ ০২৩৩৩৩৫০০০০ থেকে ০২৩৩৩৩৭০২২৩ নম্বর সিরিজ দ্বারা প্রতিস্থাপিত হবে। এছাড়া বায়েজিদ টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যমান 68xxxx, 258xxxx সিরিজের নম্বর সমূহ ০২৩৩৪৪৮০০০০ থেকে ০২৩৩৪৪৮৪৯৯৯ নম্বর সিরিজ দ্বারা প্রতিস্থাপিত হবে। আবার বায়েজিদ এক্সচেঞ্জের আওতাধীন চট্টগ্রাম ক্যান্টমেন্ট এর নম্বর সমূহ ০২৩৩৯২৪০০০০ থেকে ০২৩৩৯২৭৪৯৯৯ নম্বর সিরিজ দ্বারা প্রতিস্থাপিত হবে।

গ্রাহকগণ তাদের পরিবর্তিত নম্বরটি বিটিসিএল এর ওয়েব সাইটে (http://www.btcl.gov.bd/news) গিয়ে জানতে পারবেন অথবা চট্টগ্রাম জেলার ওয়েব পোর্টালে বিটিসিএল এর সাব ডোমেইন (http://btcl.chittagong.gov.bd/) থেকে জানতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ তাদের পরিবর্তিত নম্বর জানতে বিটিসিএল এর গ্রাহক সেবা কেন্দ্রের ০২৪১৩৬০০০৯, ০৩১-৬৩৫২৪০, ০৩১৬৩০৪৯৯ (নন্দনকানন), ০৩১৬৮১৯৯৯ (বায়েজিদ) ও ০২৪১৩৭০১৪৪, ০২-৩৩৩৩১৭২৬৬ (আগ্রাবাদ) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক সমির চাকমা জানান, চলমান ‘মর্ডানাইজেশন অব টেলিকোমিউনিকেশন নেটওয়ার্ক (এমওটিএন)’ প্রকল্পের আওতায় সারা দেশে বিটিসিএল এর টেলিফোন লাইনের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের কাজ চলছে। এরই অংশ হিসেবে নন্দনকানন ও বায়েজিদ এক্সচেঞ্জে চলমান প্রকল্পের আওতায় বিশেষ সংখ্যার নম্বর দ্বারা নন্দনকানন ও বায়েজিদ এক্সচেঞ্জের বিদ্যমান টেলিফোন নম্বরগুলোকে প্রতিস্থাপন করা হবে। নম্বর পরিবর্তনের ফলে গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ