বিএনএ, মিরসরাই: রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি দরিদ্র লোককে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে মিরসরাই ব্লাড ব্যাংক। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার ১০টি পরিবারকে ইফতারী ও খাদ্য সহায়তা করেছে এ সামাজিক সংগঠন।
সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে, চনাবুট ১ কেজি, সয়াবিন তেল ১লিটার, আলু ২ কেজি, খেজুর ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, মুড়ি ১প্যাক, চিনি ১ কেজি । ছোট পরিসরে হলেও উঠতি বয়সের যুবকদের এমন সহায়তা অন্য যুবকদের মানবিক কাজে উৎসাহিত করবে বলে মনে করেন সচেতন মহল।
ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই এর পরিচালক মেহেদী হাসান ইমন,এডমিন আবু তৈয়ব, এডমিন তানবির চৌধুরী, মডারেটর আরিফুল ইসলাম ও সিফাত উল্লাহ জানান, আমরা নিজেদের ব্যক্তিগত ফান্ড থেকে কিছু দরিদ্র পরিবারকে এই সহায়তা করেছি। আমরা ভবিষ্যতে যেন আরও বৃহৎ পরিসরে সহায়তা করতে পারি সকলের কাছে সেই দোয়া কামনা করছি।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি