28 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন


বিএনএ ডেস্ক:কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৩ মার্চ) এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুর্ঘটনায় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২২ মার্চ) দুপুরে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এতে প্রায় এক হাজার ঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এদের মধ‌্যে এক জন নারী, দুজন শিশু এবং চার জন বৃদ্ধ।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, সে ব্যাপারে এখনও সঠিক তথ্য জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় লোকজনের কাছে নানা রকম তথ্য রয়েছে। এ নিয়ে রোহিঙ্গারা একে অন্যকে দোষারোপ করছে। কিছু রোহিঙ্গা দাহ্য পদার্থ নিয়ে আগুন লাগিয়েছে-এমন গুজব ছড়িয়েছে।

ক্যাম্পটিতে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ১৬ নম্বর আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনার সময় ছয়-সাতজন রোহিঙ্গাকে আটক করেছেন বলেও জানা গেছে।

Loading


শিরোনাম বিএনএ