24 C
আবহাওয়া
৭:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মাস্ক পরলেই মাস্ক ফ্রি

মাস্ক পরলেই মাস্ক ফ্রি

মাস্ক পরলেই মাস্ক ফ্রি

বিএনএ,চট্টগ্রাম: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় এক ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ। মাস্ক পরলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও দুটি মাস্ক।

মঙ্গলবার (২৩ মার্চ) ডবলমুরিং থানার ছয়টি বিটের ৬০টি স্পটে ‘মাস্ক পরলে মাস্ক ফ্রি’ শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে শহর এলাকার বাসযাত্রী, পথচারীসহ সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এসময় মাস্ক পরিহিত লোকজনকে পুলিশের পক্ষ থেকে দুটি করে মাস্ক দেওয়া হয়। অন্যদিকে যাদের মুখে মাস্ক ছিলনা তাদের সর্তক করে মাস্ক পরিয়ে দেওয়া হয়।

মাস্ক পরলেই মাস্ক ফ্রি

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই কর্মসূচি। জনগণ যাতে মাস্ক পরতে সচেতন হয় সেজন্যই এই কর্মসূচি।’

তিনি বলেন, ‘ডবলমুরিং থানার ছয়টি বিটের ৬০টি স্পটে আমরা মাস্ক বিতরণ করেছি। যাদের মুখে মাস্ক দেখা গেছে, তাদের বিনামূল্যে আরও দুটি মাস্ক দেওয়া হয়েছে। আর যাদের মুখে মাস্ক ছিল না, তাদের একটি দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।’

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ