21 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ২৭২

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ২৭২


বিএনএ, চট্টগ্রাম  :  গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৪৮ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ২৩৪ জন নগরের ও ৩৮ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৩ জন। মঙ্গলবার (২৩ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন,  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১২৬ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন,  ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন, চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষায় ৭ জন এবং  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় ২৭২ জন করোনা রোগী বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৩ জন। যাদের মধ্যে ৩০ হাজার ১১৫ জন নগরের ও ৭ হাজার ৯০৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সময় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন। এর মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ