33 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক নিজাম উদ্দিনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক নিজাম উদ্দিনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক হাউজিং সোসাইটি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির উদ্দ্যেগে গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ সোসাইটির অফিসে বিএনএ’র প্রতিষ্ঠাতা সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতি সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, আলোচনায় অংশনেন ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গণি মনসুর, সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা সাবের আহমেদ আজগরী, যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক হায়দরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সাংবাদিক শহীদ উল আলম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সাংবাদিক হাউজিং কো-অপারেটিব সাবেক সভাপতি স্বপন কুমার মল্লিক, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক শতদল বড়ুয়া, প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক সিরাজুল করিম মানিক, সাংবাদিক কামাল উদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার মাহাবুব উল আলম, অধ্যাপক হাসানুল করিম, সৈয়দ আমিনুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোস্তফা কামাল, মরহুমের কনিষ্ঠ পুত্র আহমাদ রাইয়ান।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা কাজী মীর হাসানুল করীম আল কাদেরী, শুরুতে কোরআন তেলাওয়াত করেন নায়েবে ইমাম হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ