24 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৫
Bnanews24.com
Home » মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবি: গ্রেপ্তার ৪

মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবি: গ্রেপ্তার ৪

মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবি: গ্রেপ্তার ৪

বিএনএ, ঢাকা: গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন, হাসেম (৩৯), আসাদুল ইসলাম (২৪), সুমন মিয়া (২৮) এবং হৃদয় হাসান রাকিব (২৬)। মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে বিকেল ৪টার দিকে যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু ঘোষণা দেন, ‘আজ থেকে এ বাজারে টাকা তুলব আমি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে। এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনএনিউজ /আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ