28 C
আবহাওয়া
৩:৩৫ অপরাহ্ণ - আগস্ট ৮, ২০২৫
Bnanews24.com
Home » “সত্যিকার মুমিন হতে হলে হালাল উপার্জন করতে হবে”

“সত্যিকার মুমিন হতে হলে হালাল উপার্জন করতে হবে”


বিএনএ, দোহাজারি (চট্টগ্রাম) : অবৈধ খাবার, পরের হক পেট ভর্তি করে নামাজ, রোজা, হজ্ব, যাকাত ও তজবিহ তাহলিল যতই করা হোক না কেন কোন আমল আল্লাহ কবুল করবেন না। সত্যিকার মুমিন হতে হলে হালাল উপার্জন করতে হবে।

৪ দিন ব্যাপী সাতকানিয়া দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তারা এসব কথা বলেন। গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এ সম্মেলন।

ট্রাস্টের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তকরির পেশ করেন চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা রেজাউল করিম আজিজি, অধ্যাপক আমিরুল ইসলাম, সুপার মাওলানা নাছির উদ্দীন,  মাওলানা ইদ্রিস প্রমুখ।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ