24 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দুই বিভাগে বৃষ্টিপাতের আভাস

দুই বিভাগে বৃষ্টিপাতের আভাস

অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ হতে পারে

বিএনএ, ঢাকা: সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বজ্র-বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ দুই বিভাগে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় ১৯, ময়মনসিংহে ১১, সিলেটে ৫, নিকলিতে ৪ ও তেঁতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ