বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটির সামনে রূপায়ণ মার্টের তিন তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলোর মধ্যে একটি নারীর ও দুটি পুরুষের। আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।
বিএনএ/ ইমরান খান, ওজি