বিএনএ, ঢাকা : নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম নিয়ে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে সার্চ কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সার্চ কমিটির প্রস্তাবিত এই নাম থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান। দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে নতুন নির্বাচন কমিশনের।
নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ কবে নাগাদ হতে পারে এমন এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন মনে করবেন, তখন নিয়োগ দেবেন। রাষ্ট্রপতির আদেশের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন করবে।’
এর আগে ২০১৭ সালে তৎকালীন সার্চ কমিটি যেদিন রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিয়েছিল, সেদিনই সিইসি ও কমিশনারদের নিয়োগের আদেশ দেওয়া হয়।
বিএনএনিউজ/এইচ.এম।