24 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবকের মৃত্যু

রাজধানীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবকের মৃত্যু

নয়তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় কামরান (২৩) নামে আরেক যুবক ছুরিকাহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

নিহত জাহিদের বাবার নাম মো. হানিফ। তিনি মিরপুর ১১ নম্বরের বাংলা স্কুল এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, দুই গ্রুপের সংঘর্ষের পর আহত অবস্থায় জাহিদ ও কামরানকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এ ঘটনায় একজন মারা গেছে। আরেকজন চিকিৎসাধীন আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ