19 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » লেবানন থেকে সেনা প্রত্যাহারে সময় চায় ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারে সময় চায় ইসরায়েল


বিএনএ বিশ্বডেস্ক :যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবাননের সব অবস্থান সরে যাওয়ার কথা ছিল। এ সব জায়গায় লেবাননের সশস্ত্র বাহিনীর মোতায়েন হবে। সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ৩০ দিন সময় চেয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি কর্তৃপক্ষ মনে করছে, লেবাননের সেনাবাহিনী খুব ধীরগতিতে মোতায়েন হচ্ছে, যার ফলে ইসরায়েলের প্রত্যাহার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরায়েলের এই সময় বৃদ্ধির অনুরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স আলোচনা করছে। সূত্রের দাবি, ফ্রান্স এই সময় বাড়ানোর বিষয়ে কোনো আপত্তি দেখাচ্ছে না, তবে এটি অন্যান্য পক্ষের সম্মতিতেই নির্ভর করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ