26 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৫
Bnanews24.com
Home » সিইপিজেডে সংঘর্ষ, কয়েকজন আহত

সিইপিজেডে সংঘর্ষ, কয়েকজন আহত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল

চট্টগ্রাম: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙখলা বাহিনী জানিয়েছে।

সিইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, “একটি নির্মাণাধীন কারখানার ভেতরে তিন শিশু ঢুকে পড়েছিল। নির্মাণ শ্রমিকরা তাদের চোর ভেবে মারধর করে। এ সময় দুই শিশু পালিয়ে যেতে সক্ষম হলেও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি জানার পর কারখানা ছুটি শেষে ওই পথ দিয়ে যাওয়া পোশাক শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালায়।”

আবসার উদ্দিন আরও বলেন, “এই সময় ওই পথ দিয়ে নৌবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। তারা পরিস্থিতি সামাল দিতে গিয়ে নির্মাণ শ্রমিকদের বাঁচানোর চেষ্টা করে। এতে উত্তেজিত শ্রমিকরা নৌবাহিনীর গাড়ি ঘিরে ভাঙচুর চালায়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা উপস্থিত হন। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।”

এ বিষয়ে জানতে সিইপিজেডের নির্বাহী পরিচালক  মো. আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান গণমাধ্যমকে জানান, “কারখানার উত্তেজিত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।”

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল যা চট্টগ্রাম ইপিজেড নামে পরিচিত।  বাংলাদেশের চট্টগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে অবস্থিত।  বাংলাদেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে প্রথম ও প্রধান এই ইপিজেডটি ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ৫ লাখের বেশি শ্রমিক বিভিন্ন শিফটে কাজ করেন।

বিএনএনিউজ২৪,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ