16 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারের জীবনযাপন ব্যয়বহুল, বদলি চায় শতাধিক পুলিশ

কক্সবাজারের জীবনযাপন ব্যয়বহুল, বদলি চায় শতাধিক পুলিশ


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার থেকে অন্যত্রে  বদলি নিতে চায় শতাধিক পুলিশ সদস্য। আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ১১০জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। এবার আরও শতাধিক  কনস্টেবল বদলির আবেদন করেছেন। বাড়ি থেকে অতি দূরত্ব ও কক্সবাজারের জীবনযাত্রায় অত্যধিক ব্যয়ের কারণে তদবির করে বদলির চেষ্টা করছেন তারা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার জের ধরে ২০২০ সালের সেপ্টেম্বরে জেলা পুলিশে সব সদস্যকে একযোগে বদলি করা হয়। একই সময় নতুন করে পদায়ন করা হয় পুলিশ কর্মকর্তা ও ১৫০০ সদস্য। নতুন করে পদায়ন হওয়া পুলিশ সদস্যদের অধিকাংশের বাড়ি দেশের দূর-দূরান্তে। তাই নিজের জেলার কাছাকাছি যেতে স্বেচ্ছায় বদলিতে হতে মরিয়া হয়ে উঠেছেন তারা।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, সিনহা হত্যাকাণ্ডের পর নিযুক্ত কক্সবাজার জেলায় দায়িত্বরত পুলিশের ১১০ সদস্য স্বেচ্ছায় আবেদন করে গত ১১ জানুয়ারি একযোগে বদলি হয়েছেন। বর্তমানে আরও  বেশ কিছু  বদলির আবেদন জমা পড়েছে।

তিনি জানান, দূর-দূরান্ত জেলা থেকে কক্সবাজারে কর্মরত পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করতে অনাগ্রহী। নিজ জেলা থেকে অনেক বেশি দূরত্ব এবং কক্সবাজারে জীবন যাত্রার ব্যয় বেশি হওয়ায় এ অনাগ্রহ তৈরি হয়েছে। ফলে স্বেচ্ছায় বদলি হতে আবেদন করছেন তারা। এর মধ্যে যারা ২ বছরের বেশি সময় ধরে কক্সবাজারে কর্মরত ছিলেন এরূপ ১১০ কনস্টেবলকে সম্প্রতি বদলি করা হয়েছে। জমা হওয়া আরও বেশকিছু  আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের বিধিমালার উদ্ধৃতি দিয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বছরে স্বাভাবিক ২০ দিনের ছুটি পায়। যে ছুটিগুলো পাঁচদিন করে চারভাগে কাটানো যায়। কিন্তু এই ক্ষেত্রে ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসা-যাওয়া করতে তিন থেকে চারদিন সময় চলে যায়। এতে আর বাড়ি থাকা হয় না তাদের। এছাড়া অতি দূর হওয়ায় কোনো জরুরি প্রয়োজনে বাড়ি যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আসা যাওয়া করতে বড় অংকের খরচও ব্যয় হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, যারা বদলি হয়েছেন এবং নতুন করে আবেদন করেছেন তাদের সবারই বদলির সময় হয়েছে। তাই পুলিশ বিধান মতে, তাদের আবেদন পর্যালোচনা করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়। সেখান থেকে বদলির আদেশ দেয়া হয়।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ