সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে মাস্ক না পরার দায়ে দোকানদার ও পথচারীসহ ৭ জনকে এক হাজার সাতশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে ঢাকা আরিচা-মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যার কারণে জনগণকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও বাহিরে বের হয়ে কোনো হোটেল-রেস্তোরায় খেতে গেলে টিকার সনদ সাথে রাখার অনুরোধ জানাচ্ছি। আজকে মাস্ক পরিধান না করায় সাত জনকে এক হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
bnanews24, ইমরান খান,SGN