21 C
আবহাওয়া
২:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেফতার

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেফতার

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলাকারী গ্রেফতার

বিএনএ ডেস্ক: রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকত ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার(২২ জানুয়ারী) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম শাহেদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনার ভিডিও বিশ্লেষণে প্রাথমিক সত্যতার ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে রূপগঞ্জ কাঞ্চন এলাকা থেকে রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর প্রথমে জানা যায়, হামলাকারী আসলাম সরকার। কিন্তু সেটি ভুল তথ্য। মূল হামলাকারী সৈকত বাবু আসলাম সরকারের নিবন্ধিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য,শনিবার বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকার।

হামলার শিকার আল আমিন হক জানান, বাণিজ্য মেলার কারণে শনিবার বিকেল পাঁচটার দিকে কাঞ্চন ব্রিজের নিচে তীব্র যানজট ছিল।পেছন থেকে পাশ কাটিয়ে লুকিং গ্লাসে ধাক্কা দিয়ে সামনে চলে যান হামলাকারী বাইকার (সৈকত বাবু)। কথা কাটাকাটির একপর্যায়ে বাইকার আমাকে মারধর  করে। পরে আরও তিন-চার জনকে ডেকে আনেন। তারা হামলায় অংশ নেন। ভিডিও জার্নালিস্টের ওপরও তারা হামলা করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ