বিএনএ, ঢাকা : রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় দুইজন নিহত হয়েছে। শনিবার(২৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কমিনিটি পুলিশ মফিজুল ইসলাম (৩২) ও আক্তার হোসেন (২৮)।
নিহত মফিজুল ইসলাম হানিফ ফ্লাইওভারে কমিউনিটি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাস যাত্রী শাওন হাসান জানান, হানিফ ফ্লাইওভারে একটি বাস আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী ও ফ্লাইওভারের লাইনম্যান মফিজুলকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আক্তার হোসেনের ভাগ্নি জামাই আব্দুল আজিজ জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। নিহতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তারা বর্তমানে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার ১ছেলে ১ মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আহা,ওজি