25 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কারাবন্দীর নারীসঙ্গ, শাস্তি পাবে অভিযুক্তরা-স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবন্দীর নারীসঙ্গ, শাস্তি পাবে অভিযুক্তরা-স্বরাষ্ট্রমন্ত্রী

আল জাজিরার প্রতিবেদন দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,কারাবন্দি অবস্থায় নারীসঙ্গ জঘন্যতম অপরাধ । এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া যে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

শনিবার (২৩ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এরইমধ্যে অভিযুক্ত তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।’

উল্লেখ্য, হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে কারাগারের ভেতরে কারা কর্মকর্তার কক্ষে নারীসঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কারাগারের ডেপুটি জেলারসহ তিনজনকে প্রত্যাহার করে কারা অধিদফতর। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার মো. গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ