বিএনএ ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত আছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ।
মুন্সিগঞ্জ গজারিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। রুহুল আমিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আদার মানিক গ্রামের মো. আবুল হকের ছেলে।
আহতের স্ত্রী সুমি আক্তার জানান, ছুটিতে আমার স্বামী বাড়িতে এসেছিলাম। ৫ জানুয়ারি তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। গত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির সামনেই অটোস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার বাম হাতে দুটি ও ঘাড়ে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রাত আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভর্তি রাখেন।
চিকিৎসকের বরাত দিয়ে সুমি আক্তার বলেন, চিকিৎসক বলেছে, তার অবস্থা আশঙ্কাজনক। আমার একটি মাত্র মেয়ে আছে। আমার স্বামীর জন্য সবার কাছে দোয়া চাই ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেলে আনা হলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বিএনএ/ আজিজুল, ওজি/শাম্মী