25 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ নিহত ১

বিএনএ, ঢাকা :  কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস’সহ বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস’সহ ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।

রোববার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর থেকে মহাসড়কে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশায় সামান্য দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না। এতে এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহনের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ‘‘ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ, কার্ভার্ডভ্যান সহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০-১৫ জন আহত হয়েছেন।’’

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারজিয়া মাহবুব বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে, এক জন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’’

হাসাড়া হাইওয়ে থানার এএসআই সগির মিয়া বলেন, ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল।  এরমধ্যে এনা, সাকুরা ও অন্য একটি পরিবহনের তিনটি বাস ও একটি মাইক্রোবাসও রয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে সাকুরা পরিবহনের চালকের পা ভেঙে গেছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ