17 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা

বিমানবন্দর সড়কে চলাচলে বিশেষ নির্দেশনা


বিএনএ, ঢাকা: বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্র্যাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (বিআরটি)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিআরটির প্রকল্প পরিচালক এ, এস, এম, ইলিয়াস শাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এ করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ