17 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ১৫

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ১৫

গুলি

বিশ্ব ডেস্ক: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশটির পুলিশ প্রধান মার্টিন ভনড্রেসেকের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে।

নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়ে চেক প্রজাতন্ত্র পুলিশ। শহরের কেন্দ্রস্থলে জান পলাচ স্কোয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে এ হামলার পর বন্দুকধারীকে নিবৃত করা হয়েছে।

ঘটনাস্থলের কাছাকাছি একটি ফ্ল্যাটে অবস্থানকারী ব্রিটিশ-অস্ট্রেলীয় টারগ পেশেন্স বিবিসিকে বলেন, তিনি অনেক গুলির শব্দ শুনেছেন।

টারগ পেশেন্স বলেন, আমি আমার বাসার বেলকনি থেকে অনেক পুলিশকে জড়ো হতে দেখেছি। তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারীদের চলাচল করতে নিষেধ করেন চার্লস ইউনিভার্সিটি ক্যাম্পাসটি মধ্য প্রাগের একটি জনপ্রিয় পর্যটন এলাকায়।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী চার্লস ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাকে ‘হত্যা’ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রেখেছিল। হামলা শেষে তাদের বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। বন্দুক হামলার পর জান পলাচ স্কোয়ারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ