17 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » দশজন নিয়ে শেষ মিনিটে জয় রিয়ালের

দশজন নিয়ে শেষ মিনিটে জয় রিয়ালের

গোল

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে বছর শেষ করেছে রিয়াল মাদ্রিদ। তবে বেশ বেগ পেতে হয়েছে কার্লো আনচেলত্তির দলের। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার ন্যাচো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। তখনই আলাভেসের মাঠ থেকে জয় তুলে নেওয়া কঠিন হয়ে যায় লস ব্লাঙ্কোসদের জন্য।

তবে ওই লাল কার্ডে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পটু রিয়ালের জয়ের সম্ভাবনা একেবারে মুছে যায়নি। ম্যাচের যোগ করা সময়ে লুকাস ভাসকেস গোল করে সেটাই প্রমাণ করেছেন। তার গোলে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে গ্রীষ্মকালীন মৌসুম শেষ করলো রিয়াল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ন্যাচো। বেঞ্চে কোন ডিফেন্ডার না থাকায় মডরিচকে তুলে স্ট্রাইকার জোসেলুকে নামান রিয়াল কোচ। ফেদে ভালভার্দেকে নামিয়ে আনেন রক্ষণে।

নিজেদের জাল রক্ষা করে তোলা আক্রমণে ফল মেলে ম্যাচের ৯২ মিনিটে। গোল করেন রাইট ব্যাক লুকাস ভাসকেস। ওই গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে ১৮ ম্যাচে জিরোনার সমান ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ